পটুয়াখালীতে সরকারি চাকরিজীবীদের অধিকার আদায় ফোরাম কর্তৃক জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

 পটুয়াখালীতে সরকারি চাকরিজীবীদের অধিকার আদায় ফোরাম কর্তৃক জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
আব্দুল আলীম খান পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ১১-২০গ্রেডের সরকারি  চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম কর্তৃক
জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।  
 
৩০ সেপ্টম্বর সোমবার দুপুর ১.৩০ মিনিট সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন পটুয়াখালীর জেলার যুগ্ন-আহবায়ক ও বরিশাল বিভাগীয় ফোরাম।
 
এ সময় উপস্থিত ছিলেন,মোঃ ইউনুছ আকন্দ স্টোরকিপার পটুয়াখালী সরকারি কলেজ,মোস্তাফিজুর রহমান কার্যসহকারী পানিউন্নয়ন বোর্ড পটুয়াখালী,মাহবুব আলম কার্যসহকারী পানিউন্নয়ন বোর্ড পটুয়াখালী,আতিকুর রহমান কার্যসহকারী পানিউন্নয়ন বোর্ড পটুয়াখালী,আল মামুন উচ্চমান সহকারী সরকারী জু্বিলি স্কুল পটুয়াখালী,হেপী আক্তার হেলথ এ্যাসিস্ট্যান্ট পটুয়াখালী । সাইফুল ইসলাম প্রধান সহকারী সরকারি বালিকা  বিদ্যালয় পটুয়াখালী, মনিরুল ইসলাম অফিস সহায়ক পটুয়াখালী সরকারি কলেজ, ১১-২০ গ্রেডের সকল সরকারি চাকরিজীবীদের চলমান বেতন বৈষম্য নিরসন করে গ্রেট সংখ্যা কমানোসহ বেতন স্কেল পার্থক্য সমহারে নির্ধারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ভাতাসমূহ পুনঃনির্ধারণ, টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল ব্লগ পদ বিলুপ্ত করে সকল পদে পদোন্নতি এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন ও নিম্ন বেতন ভোগীদের রেশন ১০০% পেনশন সুবিধা প্রদান সহ ৮ দফা দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে যুগ্ম-আহ্বায়ক পটুয়াখালী জেলা ও বরিশাল বিভাগীয় ফোরাম।